অন্ধ্রপ্রদেশে গভীর রাতে চলন্ত টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার রাত প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ বিশাখাপত্তনমের কাছে আনাকাপল্লির এলামানচিলি এলাকায় ট্রেনটির দু’টি কামরায় আগুন ধরে যায়। এই ঘটনায় এক জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে রেল ও পুলিশ প্রশাসন।
রেল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। চলন্ত ট্রেনে হঠাৎ আগুন দেখতে পেয়ে ট্রেনের চালক দ্রুত ট্রেন থামান। সঙ্গে সঙ্গে জ্বলন্ত কামরাগুলি থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয়। আগুন লাগা দু’টি কামরা থেকে মোট ১৫৭ জন যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব হলেও বি১ কামরা থেকে এক জন যাত্রীর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে মৃতের নাম চন্দ্রশেখরম সুন্দরম।
রেল আধিকারিকদের দাবি, প্রথম ক্ষতিগ্রস্ত কামরাটিতে ৮২ জন এবং দ্বিতীয় কামরাটিতে ৭৬ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে দু’টির বেশি কামরায় আগুন ছড়িয়ে পড়েনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ওই দু’টি কামরাকে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর বাকি কামরাগুলি নিয়ে ট্রেনটি এর্নাকুলমের উদ্দেশে রওনা দেয়। তবে ক্ষতিগ্রস্ত কামরাগুলির যাত্রীদের মূল ট্রেনে তোলা হয়নি। তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
রাতে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী।আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে দু’টি ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ শুরু করেছে। স্থানীয় থানার এসপি তুহিন সিংহ এক যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রেল কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।