আগুনের গ্রাস থেকে প্রাণ বাঁচাতে হস্টেলের বারান্দা থেকে ঝাঁপ দিলেন ছাত্রীরা। নয়ডার নলেজ পার্ক-৩ এলাকায় অন্নপপূর্ণা গার্লস্ হস্টেলে ভায়াবহ আগুন লাগে। আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণের ভয়ে বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্সেটা করেন ছাত্রীরা। ভয়ঙ্কর সেই মূহুর্তের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয় সমাজ মাধ্যমে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় গার্লস হস্টেলে একটি এয়ার কন্ডিশনারে বিস্ফোরণ ঘটে। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। সেই সময় হস্টেলের ভেতর কয়েকজন পড়ুয়া ছিলেন।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের পর ২ জন ছাত্রী হস্টেলের দ্বিতীয় তলায় আটকে পড়েন। আগুনের হাত থেকে রক্ষা পেতে বারান্দা থেকে ঝাঁপ দিতে যান তাঁরা স্থানীয়রা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন এবং মই দিয়ে ২ জনকে নিচে নেমে আসতে সাহায্য করেন। নামার সময় একজন ছাত্রী হোঁচট খেয়ে পড়েও যান। তবে তাঁর আঘাত গুরুতর নয়। সকলেই সম্পূর্ণ সুস্থ আছেন বলে দমকলের তরফে জানানো হয়েছে। গ্রেটার নয়ডার চিফ ফায়ার অফিসার। প্রদীপ কুমার চৌবে জানান, বিকেল ৫টা নাগাদ ফায়ার ডিপার্টমেন্টে খবর আসে। দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রথমে আশঙ্কা করা হয়েছিল হস্টেলের ভেতরে কয়েকজন আটকে পড়েছেন। তবে দমকল কর্মীরা পৌঁছানোর আগেই সবাইকে নিরাপদে বের করে আনেন স্থানীয়রা।