মোহালির ফেজ-৯-এর একটি অক্সিজেন প্লান্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। বুধবার সকালের এই দুর্ঘটনায় গোটা এলাকা ভরে যায় কালো ধোঁয়ায়। এখনও পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে মোহালির ফেজ -৯-এর শিল্পাঞ্চল ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় মোহালি পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা। হাজির হন এখানকার মহকুমাশাসক ও অন্যান্য আধিকারিকরা। উদ্ধার কাজ ও প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে পৌঁছয় আপৎকালীন মেডিক্যাল টিম। আহতরা মোহালির সিভিল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মোহালির মহকুমা ম্যাজিস্ট্রেট দমনদীপ কৌর জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, প্লান্টটিতে বিস্ফোরণের প্রবল দাপটে আশেপাশে থাকা অক্সিজেন সিলিন্ডারগুলিও ফেটে যায়। তবে কী কারণে এই ভয়ঙ্কর বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।