তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৬ জনের। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তামিলনাড়ুর শিবকাশীর কাছে চিন্নাকামানপট্টি গ্রামে মঙ্গলবার সকালে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ভয়াবহতা একটাই ছিল যে অনেক দূর থেকে দেখা গিয়েছে ঘন সাদা ধোঁয়া।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে চিন্নাকামানপট্টি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে। বিস্ফোরণের সময় কারখানার ভিতরে অনেক শ্রমিকই কাজ করছিলেন। বিস্ফোরণের জেরে কারখানাটি ভেঙে পড়েছে। নীচে কেউ চাপা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কী কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।
বিস্ফোরণের পরই আগুন লেগে যায় ওই বাজি কারখানায়। দমকল পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। বেশ কয়েকজনকে অর্ধদগ্ধ অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিরুধুনগর জেলার এসপি কান্নান জানিয়েছেন, আহতদের উদ্ধার করে বিরুধুনগর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের পর আগুন লেগে যায় কারখানায়। ক্রমাগত ধোঁয়া বেরতে থাকে। কীভাবে ওই বাজি কারখানায় আগুন লাগল, সে বিষয়ে জানতে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
গত বছরেই একই রকম বিস্ফোরণের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। তার পরেই শিবকাশীতে যায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল-এর একটি তদন্তকারী দল। সেই সময় ওই তদন্তকারী দলটি বেশ কিছু অনিয়ম খুঁজে পেয়েছিলেন। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়েও প্রশ্ন তোলে তদন্তকারী দলটি। উল্লেখ্য, বাজি উৎপাদনের জন্য জনপ্রিয় শিবকাশী। সেখানে একাধিক বাজি তৈরির ইউনিট রয়েছে বলে খবর।
প্রসঙ্গত, সোমবার তেলেঙ্গানার এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হন ৩৬ জন শ্রমিক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল।