ছত্তিসগড়ে ২ মাওবাদীকে কুপিয়ে হত্যার অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে

ফাইল ছবি

কোণঠাসা মাওবাদীদের একাংশ ফের সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন এলাকায় ভীতি সঞ্চারের চেষ্টা করছে। ছত্তিসগড়ে বিজাপুরে ২ গ্রামবাসীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মাওবাদীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাসা গুড়া থানা এলাকার নেলা কাঙ্কের গ্রামে।   

 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ২ গ্রামবাসী নেলা কাঙ্কের গ্রামের বাসিন্দা ছিলেন।  তাঁদের দুজনেরই দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। নিহত ২ গ্রামবাসীর নাম রবি কাটটাম, বয়স ২৫ এবং তিরুপতি সোধী, বয়স ৩৮। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।  বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব বলেন, ‘ঘটনার তদন্ত শুরু করেছে উসুর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’ 
 
প্রসঙ্গত, নিরাপত্তাবাহিনীর লাগাতার অভিযানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মাওবাদীদের। বহু মাওবাদী আত্মসমর্পণ করছেন। সম্প্রতি ২৯ জন মাওবাদী ছত্তিসগড়ে আত্মসমর্পণ করেন, যাঁদের মধ্যে মহিলা ছিলেন ১০ জন।
তাঁদের বিরুদ্ধে প্রায় ৫৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে মাওবাদীদের একাংশ এখনও মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে। নিরীহ গ্রামবাসীদের উপর হামলা চালানো হচ্ছে। পুলিশের চর বলে তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে। ১৩ অক্টোবর রাতে ছত্তিসগড়ের বিজাপুরে এক বিজেপি কর্মীকে হত্যা করে মাওবাদীরা।
মৃত ওই বিজেপি কর্মীর নাম সত্যম পুনেম। ওইদিন রাতে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে মাওবাদীদের হাতে লেখা একটি লিফলেটও পাওয়া যায়। সেখানে লেখা ছিল, তিনবার সতর্ক করার পরও তিনি পুলিশের হয়ে চরবৃত্তির কাজ করছিলেন। সেজন্যই তাঁকে শাস্তি পেতে হয়েছে।