মধ্যপ্রদেশের বালাঘাটে আত্মসমর্পণ করলেন সিপিআই(মাওবাদী)-র শীর্ষস্থানীয় নেত্রী সুনীতা।মধ্যপ্রদেশ পুলিশের মাওবাদী দমন বাহিনী ‘হক ফোর্স’-এর কাছে আত্মসমর্পণ করেন ওই নেত্রী। বালাঘাট এবং মান্ডলা জেলার কানহা ব্যাঘ্রপ্রকল্প লাগোয়া গ্রামগুলিতে সংগঠনের দায়িত্বে ছিলেন সুনীতা।
সেই সঙ্গে মাওবাদী সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন গেরিলা আর্মি-র অন্যতম কমান্ডার ছিলেন তিনি। মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এনএমসি জোনের দায়িত্বে থাকা রামদারের নিজস্ব বাহিনীরও প্রধান ছিলেন সুনীতা। ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ পুলিশ যৌথ ভাবে তাঁকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। তাঁর মাথার দাম ছিল প্রায় ১৪ লক্ষ টাকা।
রবিবার আত্মসমর্পণ করেন সুনীতা। তাঁর হাত থেকে একটি ইনসাস রাইফেল আত্মসমর্পণের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। ‘হক ফোর্স’-এর সহকারী কমান্ডার রূপেন্দ্র ধুরভে জানান, সুনীতার বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। সরকারি নীতি মেনেই পুনর্বাসন সংক্রান্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।
অন্যদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সোমবার বলেন ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আহ্বানে সাড়া দিয়ে অস্ত্রসমর্পণ করে সমাজের মূল স্রোতে শামিল হওয়ার ঢল নেমেছে মাওবাদীদের। মধ্যপ্রদেশে চলতি বছরে যে মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন, তাঁদের মাথার মোট দাম ১ কোটি ৪৬ লক্ষ টাকা।’