পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। স্পষ্ট ভাষায় তাঁর দাবি, বাংলায় বিজেপির যাবতীয় ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ব্যবধানে জয়ী হবেন।
বুধবার এক রাজনৈতিক কর্মসূচিতে অখিলেশ বলেন, ‘বাংলার মানুষ সব বুঝে গিয়েছে। বিজেপি এখানে বিভাজনের রাজনীতি করতে চায়। কিন্তু বাংলার মাটি সেই রাজনীতিকে গ্রহণ করে না।’ তাঁর মতে, রাজ্যের মানুষ উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে রায় দেবে।
সমাজবাদী পার্টি প্রধানের অভিযোগ, কেন্দ্রীয় শাসক দল বারবার প্রশাসনিক চাপ, তদন্তকারী সংস্থা এবং ভয় দেখানোর রাজনীতি করে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে। কিন্তু বাংলায় সেই কৌশল কাজ করবে না। অখিলেশের কথায়, ‘বিজেপি যতই চক্রান্ত করুক, বাংলার মানুষ নিজের ভোটাধিকার দিয়ে তার জবাব দেবে।’
তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন মুখ্যমন্ত্রী নন, তিনি বাংলার মানুষের আত্মসম্মানের প্রতীক। সেই কারণেই তাঁকে হারাতে বিজেপি এত মরিয়া।’ তাঁর দাবি, কৃষক, শ্রমিক, সংখ্যালঘু থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছে।
বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অখিলেশ যাদব বলেন, ‘যে দল উত্তরপ্রদেশ, বিহার বা অন্য রাজ্যে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় এসেছে, তারা বাংলাতেও সেই একই কৌশল প্রয়োগ করতে চাইছে। কিন্তু বাংলা অন্য রাজ্যের মতো নয়।’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অখিলেশের এই মন্তব্যে বিরোধী শিবিরের মধ্যে সমন্বয়ের বার্তা আরও স্পষ্ট হল। লোকসভা ভোটের পর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য বিজেপি-বিরোধী রাজনীতিকে আরও জোরদার করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।