মৈথিলী ঠাকুর জয়ী

গায়িকা মৈথিলী ঠাকুর

আলিনগরের বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন মৈথিলী ঠাকুর। মাত্র ২৫ বছরেই তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী আরজেডি-র প্রবীণ নেতা রমেশ চৌধুরী পরাজিত মৈথিলীর কাছে। বিজেপি তাঁকে দলের ‘সাংস্কৃতিক মুখ’ হিসেবে সামনে এনেছে। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি জিতলে আলিনগরের নাম সীতানগর হবে।

বিহারে এনডিএ ভালো ফল করেছে। শুক্রবার দুপুরের আগেই এনডিএ ১৯০–এর বেশি আসনে এগিয়ে ছিল, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১২২টি আসন। অন্যদিকে, ইন্ডিয়া জোট পিছিয়ে ছিল ৪৯ আসনে। এনডিএ-র এই সাফল্যে মৈথিলী নীতীশ কুমারকে কৃতিত্ব দেন। এমনকী ‘পঞ্চায়েত’ সিরিজের গান ‘ও রাজা জি’ তিনি নীতীশ কুমারকে উৎসর্গ করেন।

২০০০ সালে বিহারের মধুবনীতে জন্ম মৈথিলীর। তিনি সংগীত-সমৃদ্ধ পরিবারে বড় হয়েছেন। তাঁর বাবা ও দাদু তাঁকে শাস্ত্রীয় ও লোকসংগীত শিখিয়েছেন। ২০১৭ সালের টিভি রিয়্যালিটি শো ‘রাইজিং স্টার’-এ রানার-আপ হয়ে মৈথিলী পরিচিতি পান। এরপর তিনি ও তাঁর ভাইয়েরা শত শত ভক্তিমূলক ও লোকসংগীত রেকর্ড করেছেন। সমাজমাধ্যমে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। এবার বিধায়ক হয়ে জনসেবাও করবেন এই গায়িকা।