বিহারে নির্বাচনে নামছেন মৈথিলী ঠাকুর? বাবার বক্তব্য ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক

প্রতিনিধিত্বমূলক চিত্র

জনপ্রিয় লোকসংগীত ও ভজন গায়িকা মৈথিলী ঠাকুরকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা। শোনা যাচ্ছে, তিনি আগামী বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন। যদিও এ বিষয়ে সরাসরি কিছু জানাননি মৈথিলী। তবে তাঁর বাবা রমেশ ঠাকুরের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা ছড়িয়েছে।

রমেশ ঠাকুর বলেছেন, ‘আমরা বিহারের আদি বাসিন্দাদের মধ্যে একজন। রাজ্য ছাড়ার একমাত্র কারণ ছিল জাতপাতের উন্মাদনা। আমি ১৯৯৫ সালে বিহার ছেড়েছি। আজ প্রায় ৩০ বছর ধরে বাইরে আছি।’ তিনি আরও যোগ করেন, ‘বিহারে সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু লালু প্রসাদ যাদব ক্ষমতায় আসার পর থেকেই সমস্যা শুরু হয়। তখন থেকেই ব্রাহ্মণ সমাজের উপর হামলা শুরু হয়।’

তাঁর দাবি, ‘যাঁরা বিহার থেকে কাজের সন্ধানে বা নিরাপত্তার কারণে বাইরে চলে গিয়েছেন, তাঁদের নিয়ে কেউই ভাবে না। এখন সময় এসেছে তাঁদের ফেরার। বিহারের উন্নয়নে বাইরে থাকা মানুষদের এগিয়ে আসা উচিত।’


রমেশ ঠাকুর আরও বলেন, ‘বর্তমানে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। প্রশাসনিক কাজ থেকে শুরু করে সামাজিক স্থিতিশীলতা, সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রমেশ ঠাকুরের এই মন্তব্য শুধু সামাজিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে। ফলে মৈথিলী ঠাকুরের নির্বাচনে যোগদানের সম্ভাবনা নিয়ে এখন বিহারের রাজনীতিতে চর্চা তুঙ্গে।