অনলাইন গেমের নেশায়, ঋণের দায়ে আত্মঘাতী মহারাষ্ট্রের যুবক

অনলাইন গেমিং-এর নেশার জেরে আবার প্রাণ হারালেন মহারাষ্ট্রের বারিশার এক ব্যক্তির। জানা গিয়েছে অনলাইন গেমিং এর নেশায় প্রচুর ঋণ নিয়েছিলেন ওই যুবক। সেই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে অবশেষে আত্মহত্যা করলেন তিনি। গত শুক্রবার সকালে বাড়ি থেকে তাঁর প্রাণহীন ঝুলন্ত দেহ উদ্ধার করেন তাঁর পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে মৃত যুবকের নাম সমাধান তুকারাম নানভারে। তাঁর বয়স ৩২ বছর এবং তিনি একটি বিউটি পার্লারের ব্যবসা চালাতেন। ঘটনার রাতে তিনি পরিবারের অন্যান্যদের সঙ্গে রাতের খাবার খান। এরপর অন্য ঘরে চলে যান। ভোর ৫ টার সময় যখন সমাধানের মা তাঁকে গরম জল দিতে ওঠেন তখন দেখেন যে, ঘরের লোহার হুক থেকে তাঁর পুত্রের মৃতদেহ ঝুলছে।

স্থানীয়রা জানিয়েছেন, সমাধান ‘চক্রি’ নামের একটি অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিলেন। শুরুতে অল্প অর্থ বিনিয়োগ করতেন সমাধান। কিন্তু পরে তাঁর প্রচুর আর্থিক ক্ষতি হয়। ক্ষতি সামাল দিতে বন্ধুবান্ধব, ব্যাঙ্ক, আত্মীয় সবার থেকে টাকা ধার করেন তিনি। ক্রমে ঋণের জালে এমনভাবে জড়িয়ে পড়েন যে সেই চাপ আর সহ্য না করতে পেরে তিনি আত্মঘাতী হন।


সমাধানের মৃত্যু ঘিরে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সমাধানের পরিবারে রয়েছেন তাঁর মা-বাবা, বোন, স্ত্রী এবং তাঁর তিন বছরের পুত্রসন্তান। পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী। ছয় মাস আগে বাবার অপারেশনের জন্য তিনি একটি লোন নিয়েছিলেন। সেই ধার শোধ করার আর কোনো উপায় নেই পরিবারটির।

অনলাইন গেমের নেশা নিয়ে মহারাষ্ট্রে উদ্বেগ ক্রমশ বাড়ছে । গত জুন মাসে, ধরাসিব জেলায় ঋণের বোঝা সামাল দিতে না পেরে আত্মহত্যা করেন এক পরিবারের তিন জন সদস্য। বারবার এমন ঘটনায় রাজনৈতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। শিবসেনা দাবি তুলেছে অনলাইন গেম নিষিদ্ধ করার।

 রাজ্যের বিধায়ক কৈলাস পাটিল ও সাংসদ ওমরাজে নিম্বলকর  রাজ্য বিধানসভা ও লোকসভায় এই নিয়ে কথা তুলেছেন। সরকার কিছু অনলাইন গেমের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপালেও, স্থানীয় নেটওয়ার্কে নতুন নামে এসব গেম আবার চালু হচ্ছে। ফলে সমস্যার সমাধান হচ্ছে না।