বৃষ্টি বিপর্যয়ে মধ্যপ্রদেশে মৃত ২৫২

টানা দু’মাস ভারী বৃষ্টিতে মধ্যপ্রদেশের একাধিক এলাকা বিপর্যস্ত। সে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষতি হয়েছে বলে খবর। মধ্যপ্রদেশের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ বছর দুর্যোগের কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫২ জনের। এর মধ্যে কারও মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে, কেউ মারা গিয়েছেন বজ্রাঘাতে। জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েও কয়েক জনের মৃত্যুর খবর মিলেছে। মধ্যপ্রদেশ সরকারের উদ্যোগে একাধিক জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। সরকারের তরফে উদ্ধার কাজে নেমেছে বিশেষ দল।

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সাহায্যের আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সরকারি আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সুরক্ষা দেওয়ার জন্য। মধ্যপ্রদেশ সরকার ৩,৬০০ কোটি টাকা ত্রাণ ঘোষণা করেছে।

ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী। একাধিক এলাকায় খোলা হয়েছে বিপর্যয় মোকাবিলা কেন্দ্র। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৩ হাজার ৬২৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। রাজ্যের মোট ৫৩টি ত্রাণ শিবিরে বর্তমানে রয়েছেন প্রায় ৩ হাজার ৬৫ জন। মধ্যপ্রদেশের চারটি গুরুত্বপূর্ণ শহর ভোপাল, গোয়ালিয়র, জবলপুর এবং ধর এখনও জলমগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে এই চার শহরের বহু ঘরবাড়ি। বৃষ্টির জেরে ৪৩২টি পশুরও মৃত্যু হয়েছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এই মরশুমে মধ্যপ্রদেশের বৃষ্টিপাতের পরিমাণ ৭১১.৩ মিমি। যা স্বাভাবিকের চেয়ে গড়ে ৫৯ শতাংশ বেশি। সে রাজ্যের একাধিক নদীর জলস্তর বেড়ে যাওয়ায় স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে।