নেহরুর স্মৃতিবিজড়িত লুটিয়েন্স দিল্লির বাংলো বিক্রি রেকর্ড দামে

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশের ইতিহাসে প্রথমবার, কোনও আবাসিক বাংলো এত বিশাল দামে হাতবদল হল। লুটিয়েন্স দিল্লির মতিলাল নেহেরু মার্গের ঐতিহাসিক বাংলো, যেখানে একসময় থাকতেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এটাই ছিল তাঁর প্রথম সরকারি বাসভবন। সেটি বিক্রি হল অভাবনীয় ১,১০০ কোটি টাকায়। ভারতের রিয়েল এস্টেট বাজারে এই দাম রীতিমতো ঐতিহাসিক রেকর্ড গড়েছে।

জানা গিয়েছে, বাংলোটি ৩.৭ একর জমির উপর অবস্থিত। অর্থাৎ প্রায় ১৪,৯৭৩ স্কোয়ার মিটার বিস্তৃত জায়গায় রয়েছে এটি। একসময় এটি ছিল নেহরুর প্রথম সরকারি বাসভবন। দীর্ঘদিন ধরে রাজস্থানের রাজপরিবারের দুই সদস্য রাজকুমারী কক্কর এবং বিনা রানির নামে ছিল এই বাংলোর মালিকানা। বিক্রির আগে নিয়ম মেনে বিজ্ঞপ্তি দিয়ে সম্ভাব্য মালিকানার দাবি খতিয়ে দেখা হয়। সেই ঘোষণায় কোনও আপত্তি না থাকায় লেনদেনের পথ খুলে যায়।

প্রথমে বাংলোটির মালিকপক্ষ ১,৪০০ কোটি টাকা দাম চেয়েছিল। তবে দীর্ঘ দরকষাকষির পর ১,১০০ কোটিতে চুক্তি পাকা হয়ে যায়। সূত্রের খবর, বাংলোটি কিনেছেন দেশেরই এক শীর্ষস্থানীয় অ্যালকোহল ব্যবসায়ী শিল্পপতি, যিনি আগে থেকেই লুটিয়েন্স এলাকায় একাধিক সম্পত্তির মালিক।


প্রসঙ্গত, লুটিয়েন্স দিল্লি দেশের সবচেয়ে সুরক্ষিত এবং প্রিমিয়াম এলাকা হিসেবে পরিচিত। রাজনৈতিক নেতা থেকে শীর্ষ আমলা— এক কথায় এই অঞ্চলকে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে। এমন এলাকায় এত বড় জমি পাওয়া যায় না বললেই চলে। ফলে নেহরুর স্মৃতিবিজড়িত এই বাংলোর জন্য হুমড়ি খেয়ে পড়েছিলেন বড় বড় শিল্পপতিরা।

প্রায় এক বছর ধরে দামদর চলার পর অবশেষে এই লেনদেন সম্পন্ন হওয়ায় রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তি ভারতের বিলাসবহুল সম্পত্তির বাজারে নতুন দিগন্ত খুলে দিল।