বছর শেষে ফের বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। তেল সংস্থাগুলি আজ ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বাড়িয়েছে। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এখন দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৮১৮.৫০ টাকা। কলকাতায় এবার এই সিলিন্ডারের জন্য ১,৯২৭ টাকা খরচ করতে হবে, যা নভেম্বরের তুলনায় ১৫.৫০ টাকা বেশি।
এই নিয়ে টানা পঞ্চম মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হল। তবে গত কয়েকমাস ধরেই অপরির্তিত রয়েছে বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দাম। কলকাতায় বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দাম ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইয়ে ৮০২.৫ টাকা এবং চেন্নাইয়ে ৮১৮.৫ টাকা। জুলাই মাসে শেষবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। তারপর থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর-প্রতিটি মাসেই দাম বেড়েছে।
সরকারি তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে। গত মাসে অর্থাৎ নভেম্বরেও এই সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানো হয়েছিল। ১ অক্টোবর এই সিলিন্ডার ১৭৪০ টাকায় পাওয়া যেত। আইওসিএল-এর মতে, এখন এই সিলিন্ডারের দাম কলকাতায় ১৯২৭ টাকা, মুম্বইতে ১৭৭১ টাকা এবং চেন্নাইতে ১৯৮০.৫০ টাকা হয়েছে।
২০২৩ সালের আগস্টে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। উজ্জ্বলা সুবিধাভোগীরা এই সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পান। প্রতি মাসে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও বাড়তি চাপ তৈরি করছে। বিশেষত, হোটেল-রেস্তোরাঁ এবং ছোট দোকানগুলির মালিকেরা বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়ছেন।