ভারত সঠিক পদক্ষেপ করুক: মমতা

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইরান-ইজরায়েলের যুদ্ধ নিয়ে এবার মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় মধ্যপ্রাচ্যের দুই দেশের সংঘর্ষ নিয়ে মুখ খোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যুদ্ধ বন্ধের জন্য ভারত সরকারের সঠিক পদক্ষেপ করা উচিত। নইলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং পরিবেশের উপরেও মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

তিন বছর আগে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার সময়ও একই ভাবে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে যেহেতু ইরান ও ইজরায়েল দুই দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক রয়েছে, তাই কূটনৈতিক কারণেই যুদ্ধ বিষয়ে নিরপেক্ষ থেকেছে মোদী সরকার। তবে সরকার যাতে আগামী সময়ে সঠিক পদক্ষেপ করে সে নিয়ে মন্তব্য শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় ভারত সরকারের পদক্ষেপে সমর্থন ছিল মমতার। কিছুদিন আগে ভারত-পাক যুদ্ধ চলার সময়ও বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের পাশে ছিলেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইজরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন সমাজমাধ্যমে। অনেকটা ভারত-পাক যুদ্ধবিরতি ঘোষণার ধাঁচেই পশ্চিম এশিয়ার দুই দেশের সংঘর্ষ থামার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি আগামী দিনে তারা যেন আর যুদ্ধে না-জড়ায় সেজন্য ইরান ও ইজরায়েলের কাছে অনুরোধও করেছেন ট্রাম্প।


১২ দিনের যুদ্ধ শেষমেশ থেমেছে বলেই খবর পাওয়া গিয়েছিল। যুদ্ধ চলার কারণে এতদিন পশ্চিম এশিয়ার শান্তি বিঘ্নিত হচ্ছিল। এবার সংঘর্ষ থামার কারণে শান্তি ফিরবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও যুদ্ধ চলার সময় দুই দেশেরই সাধারণ মানুষের জীবনযাত্রা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।