লক্ষ্মীর ভাণ্ডার ২ হাজার টাকা করে ভাতা দেওয়ার আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দুর।

কলকাতা:- বিপুল সংখ্যক মহিলা ভোটারকে টার্গেট করে গেরুয়া শিবিরের পক্ষ থেকে তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলেই অসম, মধ্যপ্রদেশের মতো বাংলার সমস্ত মহিলাদের মাসে ৫০০ নয়, ২০০০ টাকা করে দেবে বিজেপি সরকার।’ ৫০০ টাকা বা ১০০০ টাকার জন্য অপেক্ষা করতে হবে না। বিজেপি ক্ষমতায় এলে ২০০০ টাকা করে দেওয়া হবে, ঝাড়গ্রাম থেকেই সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এ কথা স্পষ্ট করে দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ৮ই জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগেই কেন্দ্রের শাসকদল বিজেপির পক্ষ থেকে বারবার লক্ষ্য রাখা হচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর দিকে। এর আগে নির্বাচনী প্রচারসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর আরও একবার জলপাইগুড়ির সভামঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।প্রথম ক্যাবিনেট মিটিংয়েই এই প্রস্তাব পাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণে কোনও মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে থাকলে তিনি যেন সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গেই যোগাযোগ করেন এবং বিস্তারিত তথ্য দিয়ে অভিযোগ জানান, এমনও জানিয়েছেন তিনি। কেউ টাকা না পেলে সুদ সমেত রাজ্য সরকারের কাছ থেকে সেই টাকা আদায় করিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই সাধারণ ভোটারদের এই আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এই টাকা মানুষের করের টাকা।  রাজ্যের বিপুল সংখ্যক মহিলা ভোটকে টার্গেট রেখে গেরুয়া শিবিরের পক্ষ থেকে তিনি আশ্বস্ত করে বলেন, বিজেপি ক্ষমতায় এলেই বাংলার সমস্ত মহিলাদের মাসে ৫০০ নয়, ২০০০ টাকা করে দেবে বিজেপি সরকার।