চণ্ডীগড়ে হরিয়ানা-ক্যাডার আইপিএস অফিসার ওয়াই পুরাণ কুমারের শেষকৃত্য সম্পন্ন

ফাইল চিত্র

হরিয়ানা-ক্যাডার আইপিএস আধিকারিক ওয়াই পুরাণ কুমারের শেষকৃত্য আজ চণ্ডীগড়ের সেক্টর ২৫-এর শ্মশানে সম্পন্ন হয়েছে।

পুলিশ ও সরকারি সূত্রে জানা গিয়েছে, মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পরিবারের সদস্য, সহকর্মী ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই সরকারি সেবা ও দায়িত্বপরায়ণতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় প্রশাসন শেষকৃত্য সম্পন্নকালে শ্মশান এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছে। শেষকৃত্যে অংশ নেওয়া উপস্থিতরা পুরাণ কুমারের অবদান ও দেশের প্রতি তাঁর নৈতিক দায়িত্ববোধের কথা স্মরণ করেন।