হিমাচলের কিন্নরে ভূমিধস, ভাঙল সেতু, মৃত ৯ পর্যটক 

হিমাচলের কিন্নরে ভূমিধস (Photo: Twitter | @TS_SinghDeo)

ভয়াভহ ভূমিধসের কবলে হিমাচল প্রদেশের কিন্নর। ভূমিধসের কারণে ৯ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। 

তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিধসের সময় পর্যটকরা সেতুর কাছে গাড়ির মধ্যেই ছিলেন। সেই সময় ধাক্কা মারে বােল্ডারগুলি।

বােল্ডারের ধাক্কায় বাতসেরি সেতু সম্পূর্ণ ভেঙে পড়ে। পাহাড়ের ওপর থেকে বােল্ডারগুলাে নিচে গড়িয়ে পড়ে। সেগুলি এসেই সেতুতে ধাক্কা মারে। 


সেতুর পাশে থাকা গাড়িগুলিতে প্রথমে ধাক্কা মারে বােল্ডারগুলি। আচমকা এই অবস্থা দেখে অনেকে ভয়ে পালিয়ে যেতে শুরু করে। অনেকে পালাতে পারেনি। 

হিমাচল প্রদেশের কিন্নরের পুলিশ সুপার রাজারাম রানা জানান, মৃত এবং আহতরা প্রত্যেকেই পর্যটক। চিকিৎসকদের একটি দল ভূমিধসের পরে ঘটনাস্থলে গিয়েছেন। 

হিমাচল প্রদেশে আগামী কয়েকদিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মৌসম ভবন জানিয়েছে। সেই পূর্বাভাস মেনেই প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।