অবশেষে পাটনার ১০ সার্কুলার রোডের বাংলো ছেড়ে লালুপ্রসাদ যাদবের পরিবারের সদস্যেরা অন্যত্র চলে যাচ্ছেন। বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি ট্রাককে ওই বাংলোর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই ট্রাকগুলিতে তোলা হয় বাংলোর সব মালপত্র। তবে মালপত্রগুলি কোথায় স্থানান্তর করা হচ্ছে বা লালুপ্রসাদ-রাবড়ি দেবী নতুন কোন ঠিকানায় যাচ্ছেন তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচনে আরজেডির শোচনীয় হারের পর লালুপ্রসাদ এবং তাঁর পরিবারের সদস্যদের ১০ সার্কুলার রোডের পুরনো বাংলো ছেড়ে ৩৯ হার্ডিং রোডের তুলনামূলকভাবে ছোট বাংলোয় চলে যেতে বলা হয়েছিল। লালু, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যেরা গত ২০ বছর ধরে পাটনার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলোয় থাকেন । কিন্তু সরকারি নির্দেশের পরও পুরনো বাংলো ছেড়ে নতুন জায়গায় যেতে চাইছিলেন না রাবড়ি দেবী। আরজেডির তরফ থেকে জানানো হয়েছে লালুর স্বাস্থ্যের কথা চিন্তা করেই তিনি সার্কুলার রোডের বাংলো ছাড়তে চাইছিলেন না।
উল্লেখ্য, ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাবড়ি দেবী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী ২০০৫ সালে আরজেডিকে নির্বাচনে হারিয়ে নীতীশ কুমার ক্ষমতায় আসেন। মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন রাবড়ি দেবী থাকতেন ১ অ্যানে মার্গের সরকারি বাসভবনে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ১০ সার্কুলার রোডের বাংলোটিতে থাকতে শুরু করেন রাবড়ি দেবী এবং তাঁর পরিবার।