ল্যাকমির প্রতিষ্ঠাতা সিমোনে টাটা প্রয়াত

টাটা গোষ্ঠীর অন্যতম স্তম্ভ এবং ল্যাকমি ব্র্যান্ডের পথপ্রদর্শক সিমোনে টাটা আর নেই। শুক্রবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯৫। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে দুবাইয়ে চিকিৎসাধীন ছিলেন সিমোনে। আগস্টে দেশে ফিরিয়ে আনা হয় এবং ব্রিচ ক্যান্ডিতে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই জীবনাবসান ঘটে তাঁর।

সিমোনে ছিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নোয়েল টাটার মা এবং প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার সৎ মা। তাঁর প্রয়াণে শিল্পমহলে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর সময় তিনি রেখে গিয়েছেন ছেলে নোয়েল, পুত্রবধূ আলু মিস্ত্রি ও তিন নাতিনাতনি— নেভিল, মায়া এবং লিয়া। টাটা গোষ্ঠীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ল্যাকমিকে ভারতের শীর্ষস্থানীয় কসমেটিক্স ব্র্যান্ডে পরিণত করতে এবং ওয়েস্টসাইড চেনের মাধ্যমে ফ্যাশন রিটেলের ভিত্তি স্থাপনে তাঁর ভূমিকা অনন্য। পাশাপাশি স্যার রতন টাটা ইনস্টিটিউট-সহ বিভিন্ন জনহিতকর সংস্থার কাজেও সক্রিয় ছিলেন তিনি।

১৯৩০ সালে সুইজারল্যান্ডের জেনেভায় জন্ম সিমোনের। ১৯৫৩ সালে পর্যটক হিসেবে ভারতে আসার পর এই দেশেই স্থিতু হওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৫৫ সালে শিল্পপতি নাভাল টাটাকে বিয়ে করেন। ১৯৬১ সালে টাটা গোষ্ঠীতে যোগ দিয়ে তিনি ল্যাকমিকে নতুন উচ্চতায় নিয়ে যান। প্রসাধন শিল্পে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।