কুলগামে এনকাউন্টারে শহিদ দুই জওয়ান, খতম দুই জঙ্গি

জম্মু ও কাশ্মীরের কুলগামে ফের উত্তেজনা। সোমবার রাতভর গুলির লড়াইয়ের পর মঙ্গলবার ভোর থেকে ফের সংঘর্ষে জড়ায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের গুদার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর ‘অপারেশন গুদার’-এ এখনও পর্যন্ত শহিদ হয়েছেন দুই জওয়ান, গুরুতর জখম আরেক সেনাকর্মী। অন্যদিকে নিকেশ হয়েছে দুই জঙ্গি, যার মধ্যে এক জন পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে।

ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, শহিদদের মধ্যে রয়েছেন সুবেদার পর্বত গৌর এবং ল্যান্সনায়েক নরেন্দ্র সিংহ। তাঁদের আত্মবলিদানে গভীর শোকপ্রকাশ করেছে সেনা। ঘটনায় যে জওয়ান আহত হয়েছেন, তাঁকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে শ্রীনগরের সেনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও সেনার যৌথ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকাল থেকেই অভিযান শুরু করে। গুদার এলাকায় জঙ্গিদের উপস্থিতি টের পেতেই শুরু হয় চিরুনি তল্লাশি। অভিযানের মাঝে আচমকা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা। জবাবে পাল্টা গুলি চালায় সেনাও। সোমবার সকালেই এক জঙ্গির মৃত্যু হয়। পরে জানা যায়, তিনি পাকিস্তানের নাগরিক এবং তাঁর ছদ্মনাম ‘রহমান ভাই’। রাতে মৃত্যু হয় আরও এক স্থানীয় জঙ্গির।


সোমবার রাতভর চলা সংঘর্ষ থামার আগেই মঙ্গলবার ভোর থেকে ফের শুরু হয় গুলির লড়াই। এলাকায় তল্লাশি এবং অভিযান অব্যাহত রয়েছে। সেনার ধারণা, জঙ্গিদের একটি বড় দল গুদার জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। ‘অপারেশন গুদার’-এর আগে কাশ্মীর উপত্যকায় একের পর এক সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। পহেলগামে হামলার জবাবে ‘অপারেশন মহাদেব’-এ তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল জুলাই মাসে। আগস্টের শুরুতে কুলগামের অখল জঙ্গলে ‘অপারেশন অখল’-এ মৃত্যু হয়েছিল ছ’জন জঙ্গির।