উন্নাও ধর্ষণ মামলায় জামিন কুলদীপের

মঙ্গলবার দিল্লি হাই কোর্টে জামিন পেলেন উন্নাও ধর্ষণ মামলার মূল অভিযুক্ত, প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। ব্যক্তিগত ১৫ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে বিচারপতি সুব্রম্যণিয়ম প্রসাদ ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে জামিনের সঙ্গে একাধিক কঠোর শর্ত আরোপ করেছে আদালত।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কুলদীপ দিল্লির বাইরে যেতে পারবেন না এবং নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ। তিনি নির্যাতিতা বা তাঁর পরিবারকে কোনওভাবে হুমকি দিতে পারবেন না। এছাড়া বিচারাধীন আদালতে পাসপোর্ট জমা রাখা এবং প্রতি সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ জুন উত্তরপ্রদেশের উন্নাওয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। অভিযোগ, নির্যাতিতার পরিবার থানায় গেলে পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। পরে নির্যাতিতা বিচার চেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন।


২০১৮ সালের ৮ এপ্রিল যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনের সামনে ধরনায় বসেন নির্যাতিতা ও তাঁর পরিবার। সেই সময়ই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা। ওই ঘটনার পর উলটে নির্যাতিতার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ এবং পুলিশি হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। যা দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি করে।

পরবর্তীতে মামলার শুনানিতে ২০১৯ সালের ডিসেম্বর মাসে কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পকসো আইনে দোষী সাব্যস্ত করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। সেই সাজা ভোগরত অবস্থাতেই এবার নির্দিষ্ট শর্তে জামিন পেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক।