ওড়িশায় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় মৃত ২। ধাক্কা লেগে বাসটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই বাস থেকেই ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার ভোররাতে ওড়িশার বালাসোরে এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি ঢেঙ্কানল জেলার নরসিংহপুর থেকে কলকাতা যাচ্ছিল।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে ৪০ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। আনুমানিক ভোর ৩টের সময় জলেশ্বরের লক্ষ্মণনাথের কাছে বাসটি ব্রেক ফেল করে বলে খবর। এরপর একটি ট্রাকের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের চালক-সহ এক যাত্রীর। আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বালাসোরের মোহন মেডিক্যাল কলেজে তাঁদের ভর্তি করা হয়েছে।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনওভাবে ব্রেকফেল করেছিল বাসটি। যার জেরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ওড়িশার পুলিশ।