আসন্ন জি-৭ শীর্ষ বৈঠক এবার হতে চলেছে কানাডায়। এদিকে কানাডায় খালিস্তানিদের কার্যকলাপ নিয়ে বারবার আপত্তি জানিয়ে এসেছে ভারত। উল্লেখ্য, আসন্ন জি-৭ বৈঠকে আমন্ত্রিত কানাডা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ থেকে ১৭ জুন এই জি-৭ বৈঠক হতে চলেছে। কিন্তু তার আগেই খালিস্তানিরা প্রকাশ্যেই হুমকি দিয়েছে যে, আসন্ন জি-৭ বৈঠকে নরেন্দ্র মোদীর উপর তারা অতর্কিতে হামলা চালাবে। কানাডায় খালিস্তানিদের সাম্প্রতিক কার্যকলাপ এবং মোদীকে আক্রমণের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার সাংবাদিক মোচা বেজিরগান।
সংবাদ সংস্থা সূত্রের খবর, বেজিরগানের ওই খবরটি প্রকাশ্যে আসার মাত্র কয়েকঘন্টা পরেই ভ্যাঙ্কুভারে এক সমাবেশে খালিস্তানিরা বেজিরগানের উপর চড়াও হয়। তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওই গুন্ডারা তাঁর ফোন কেড়ে নেয়, যাতে তিনি কোনও ছবি বা ভিডিও রেকর্ড করতে না পারেন। তিনি আরও বলেছেন, ওই মুহূর্তের কথা ভাবলেই তিনি এখনও ভীত ও সন্ত্রস্ত বোধ করছেন। এর আগেও খালিস্তানিদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে তিনি খবর করেছেন। আর সেকারণেই খালিস্তানিদের আক্রমণের লক্ষ্য তিনিই। উপরন্তু এবার আসন্ন জি-৭ বৈঠকে মোদীর উপর খালিস্তানিদের অকস্মাৎ আক্রমণের কথা তিনিই প্রকাশ্যে এনেছেন।
নিয়ম হচ্ছে, আয়োজক দেশ জি-৭ জোটের বাইরে থাকা কিছু দেশকে বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানায়। কিন্তু এতদিন পর্যন্ত ভারতের কাছে কানাডার কোনও আমন্ত্রণ আসেনি। শেষ পর্যন্ত মোদীকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। প্রধানমন্ত্রী মোদীও জানিয়েছেন, কানাডায় এই বৈঠকে তিনি যোগ দিতে আগ্রহী।