গত সপ্তাহে কেরলের নিম্ন আদালত গ্রীষ্মা এবং তাঁর কাকু কে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে্। সোমবার তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আদালত। আদালতের পর্যবেক্ষণ, অপ রাধের গুরুত্বের উপর অভিযুক্তের বয়স বিবেচনা করার দরকার নেই। এটি ঘৃণ্যতম অপরাধ, তাই মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হল।
অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী, গ্রীষ্মার শিক্ষাগত কৃতিত্ব, আগে কোনওরকম অপরাধমূলক ইতিহাস নেই এবং তিনি তাঁর পিতামাতার এ কমাত্র কন্যা বলে সাজা লঘু করা র আবেদন করেন। যদিও আদালত ওই আ বেদনের মান্যতা দেয়নি।
প্রসঙ্গত, ২০২২ সালে গ্রীষ্মা তাঁ র প্রেমিককে পৃথিবী থেকে সরিয়ে দিতে বিষ খাইয়ে খুন করেন বলে অভিযোগ ওঠে। সোমবার সেই মামলাতেই দোষী প্রেমিকাকে মৃত্যুদণ্ডের সাজা শো নায় তিরুঅনন্তপুরমের এক আদালত। শাস্তি শোনানোর সময় বিচা রক বলেন, ‘দোষী নিজের ভালবাসার মানুষকে ঠকিয়েছেন। এটি সমাজের কাছে ভাল বার্তা দেয়নি।’
কন্যাকুমারীর বাসিন্দা গ্রীষ্মা । ২০২১ সালে তিরুঅনন্তপুরমের পর সালার বাসিন্দা শ্যারন রাজের সঙ্গে গ্রীষ্মার প্রেমের সম্পর্ক তৈ রি হয়। কিন্তু ২০২২ সালে তামিলনাড়ুর এক সামরিক অফিসারের সঙ্গে তরুণী র বিয়ে ঠিক করে তাঁর পরিবার। বি য়েতে রাজিও হয়ে যান গ্রীষ্মা। কিন্তু একথা জানার পর শ্যারন সম্প র্ক শেষ করতে অস্বীকার করেন। আর তখনই বিপদ বুঝে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে প্রেমিককে খুনের ষড় যন্ত্র করেন তিনি। একাধিকবার তাঁকে খুন করার ছক কয়েছিলেন গ্রীষ্মা। শ্যারন রাজ তিরুঅন্তপুরম জেলার বাসিন্দা, তিনি বিএসসি রেডিওলজির পড়ুয়া ছিলেন।
শুনানি চলাকালীন আদালতে পুলিশ জানায়, শ্যারনকে খুনের জন্য ইন্ টারনেটে নানা তথ্য দেখেন গ্রীষ্মা। শ্যারনকে ওষুধ মেশানো পানীয় খাওয়ানো শুরু করেন তিনি। কিন্তু কোনও ফল না-হওয়ায় ২০২২ সা লের অক্টোবর মাসে শ্যারনকে নিজে র বাড়িতে ডাকেন । তাঁকে কীটনাশক মেশানো পানীয় খে তে দেন। বাড়ি ফিরে শারীরিক অবস্থা র অবনতি হওয়ায় সেই রাতেই শ্যা রনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় গ্রীষ্মাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রীষ্মার কাকা এবং মামাকেও খুনের ষড়যন্ত্রে যু ক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
বিচারক সোমবার সাজা ঘোষণার সময় জানান, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। গ্রী ষ্মাকে মৃত্যুদণ্ডের সাজা শোনা নোর পাশাপাশি বিচারক তাঁর কাকা নির্মলকুমারন নায়ারকে তিন বছরে র সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। বিচারক জানান, নির্মলের বি রুদ্ধে খুনে সহযোগিতা করা এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভি যোগ প্রমাণিত। তবে এই মামলায় ধৃত গ্রীষ্মার মাকে প্র মাণের অভাবে বেকসুর খালাস করা হয়।