জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ

কেরলে সিপিএমের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। ইসরোর এক বিজ্ঞানীর জমি দখল করে পার্টি অফিস তৈরি করার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়ে শাসকদলের কাছে নোটিস পাঠানো হয়েছে। কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে সিপিএমের নতুন সদর দপ্তর এ কে গোপালন সেন্টার তৈরি করা হয়েছে। ইসরোর এক বিজ্ঞানী জানিয়েছেন যে, তাঁর জমিতে ওই পার্টি অফিসটি তৈরি করা হয়েছে।

বিন্দু নামের ওই বিজ্ঞানী, এই অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। তিনি দাবি করেছেন তাঁর নিজের জমি তাঁর কাছ থেকে ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া হয়েছে। বিন্দু তাঁর অভিযোগ নিয়ে আগে কেরলের হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট এই মামলায় বিন্দুর বিরুদ্ধে রায় দেয়। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সূত্রের খবর, মালিকপক্ষ ঋণ শোধ করতে না পারায় ৬টি জমি বাজেয়াপ্ত করে নিলামে তোলে সরকার। বিন্দু জানিয়েছেন যে, এই নিলাম স্বচ্ছভাবে করা হয়নি। নিলামে তোলা ৬টি জমির মধ্যে তাঁর জমিটিও ছিল।