আজ কৃষক নেতাদের সঙ্গে বৈঠক কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল (File Photo: IANS)

পাঞ্জাব পুরভােটে আম আদমি পার্টি ধরাশায়ী হওয়ার পর আগামিকালই কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল -কার্যালয়ের তরফে এমনটাই জানানাে হয়েছে। 

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানাে হয়, ‘দিল্লি বিধানসভা চত্বরে আগামিকাল কৃষক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের প্রতিবাদে গত তিন মাস ধরে কৃষকরা আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলােচনা করবেন। 


উল্লেখ্য, কৃষক নেতাদের সঙ্গে নতুন আইন কি হতে পারে তা নিয়েও আলােচনা করবেন। আম আদমি পার্টি কৃষক আন্দোলনের অন্যতম সমর্থক পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কয়েক হাজার কৃষক শহরের প্রান্তে আন্দোলন আন্দোলন করছেন।

প্রথম দিন থেকে কৃষকদের দাবি-দাওয়াকে কেজরিওয়াল সমর্থন জানিয়ে এসেছেন। পাশাপাশি তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কঠোর সমালােচনা করেছেন।