বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা

তিথি মেনে বৃহস্পতিবার ভাইফোঁটার দিন শীতের মরশুমের জন্য বন্ধ হল কেদারনাথ ধামের দরজা। আগামী ৬ মাস মন্দিরের দরজা বন্ধ থাকবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ ১০ হাজার ভক্ত এই ঘটনার সাক্ষী থাকলেন। পালকিতে করে কেদারনাথের মূর্তি উখিমঠের ওমকারেশ্বর মন্দিরের উদ্দেশে রওনা হয়েছে হয়েছে। শীতের সময় এই মন্দিরেই থাকেন ভগবান।
মন্দিরের দরজা বন্ধ হওয়ার প্রক্রিয়া শুরুর আগে ভক্তরা মন্দিরে অখণ্ড-জ্যোতি প্রদীপ জ্বালিয়ে পূজা-অর্চনা করেছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সাংবাদিকদের বলেন, কেদারনাথের দরজা বন্ধ হওয়া উপলক্ষে দেশ-বিদেশের ভক্তদের জন্য শুভকামনা জানাই। চারধাম যাত্রায় এই বছর রেকর্ড ৫০ লক্ষ ভক্ত উপস্থিত হয়েছেন। এরপর থেকে ভক্তরা যাতে শীতকালেও চারধাম যাত্রা করতে পারেন সে বিষয়টিও আলোচনা করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, আজ বাবা কেদারের পালকি রাতে রামপুরে পৌঁছবে। সেখানেই বিশ্রাম নেবেন তিনি। শুক্রবার রামপুর থেকে যাত্রা শুরু হয়ে রাতে গুপ্তকাশীর শ্রী বিশ্বনাথ মন্দিরে পৌঁছবে। শনিবার ভগবান কেদারনাথের পাঁচমুখী পালকি গুপ্তকাশী থেকে ওঙ্কারেশ্বর মন্দিরে যাবে। সেখানে গোটা শীতকাল থাকবেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দরজা বন্ধ হওয়ার আগে পর্যন্ত এবছর রেকর্ড ১৭ লক্ষ ৬৮ হাজার ৭৯৫ জন তীর্থযাত্রী ভগবান কেদারনাথের দর্শন করেছেন। তিনি জানিয়েছেন, এইবার প্রাকৃতিক দুর্যোগ ঘটনা বাদে মোটের উপর কেদারনাথ যাত্রা সহজ ও নিরাপদ ছিল। গত বছরে মোট ১৬ লক্ষ ৫২ হাজার ৭৬ তীর্থযাত্রী বাবা কেদারনাথের দর্শন করেছিলেন। এইবার গত বছরের তুলনায় কেদারনাথে পৌঁছানো তীর্থযাত্রীর সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার বেশি ছিল।