নতুন বিহার গড়ার সংকল্প নিয়ে শপথ নিয়েছেন নীতীশ: কেসি ত্যাগী

ছবি: এএনআই

বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলল। রাজ্যসভা সদস্য ও জেডিইউ-র বরিষ্ঠ নেতা কেসি ত্যাগী জানালেন, নীতীশ কুমার ‘নতুন বিহার’ গড়ার দৃঢ় সংকল্প নিয়েই মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছেন। তাঁর কথায়, বিহারের উন্নয়ন, শান্তি ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য।

শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্যাগী বলেন, নীতীশ কুমার ‘বিহারকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি ও রাজনৈতিক পরিপক্বতা দেখিয়েছেন, তা রাজ্যবাসীর আস্থা আরও বাড়াবে’। তিনি জানান, প্রশাসনিক কাজে দ্রুততা, কৃষি ও পরিকাঠামো উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার দিকেই সরকার সবচেয়ে বেশি জোর দেবে।

জেডিইউ-র এই বরিষ্ঠ নেতার দাবি, ‘জনসাধারণের আশীর্বাদ এবং উন্নয়নের প্রত্যয়’ নিয়েই নীতীশ কুমার ফের দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী দিনে এই পরিবর্তনের বাস্তব ফল মিলবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।


প্রসঙ্গত, বিহারের রাজনৈতিক মহলে ত্যাগীর বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বিহারের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে স্থিতিশীলতা ও উন্নয়নের বার্তা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। ত্যাগীর মন্তব্য সেই দিকেই ইঙ্গিত করছে বলে বিশ্লেষকদের মত।