অসি মহিলা ক্রিকেটারদের দুষে বিতর্কে কৈলাশ

মধ্যপ্রদেশে খেলেতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। ঘটনার জেরে তোলপাড় গোটা দেশে। এই আবহে বিতর্ক বাড়িয়ে দুই মহিলা ক্রিকেটারকে দুষলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের নগরোন্নয়নমন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। তাঁর মতে, স্থানীয় প্রশাসনকে জানিয়ে ওই মহিলা ক্রিকেটারদের বাইরে বেরোনো উচিত ছিল।

এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার ইন্দোরে নিজেদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফেতে যাচ্ছিলেন দুই অসি মহিলা ক্রিকেটার। সেই সময় রাস্তায় এক যুবক বাইক চালিয়ে এসে তাঁদের স্পর্শ করেন বলে অভিযোগ। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পর গ্রেপ্তার করা হয় নামের অভিযুক্ত যুবককে।

ঘটনার প্রসঙ্গে বিজেপি নেতা বিজয়বর্গীয় বলেন, ‘আমি নিজের চোখে দেখেছি, কী ভাবে ভিড়ের মধ্যে ফুটবলারদের জামা ছিঁড়ে নেওয়া হয়েছে। আমার সঙ্গে এক বার হোটেলে এক ইংলিশ ফুটবলার ছিলেন। হঠাৎ সেখানে ভিড় জমে যায়। কেউ কেউ ওই ফুটবলারের কাছে সই চাইছিলেন। এক মহিলা ওই ফুটবলারকে চুম্বন করলেন এবং তাঁর জামা ছিঁড়ে দিলেন।’ বিজয়বর্গীয়র কথায়, ‘খেলোয়াড়দের নিজেদের জনপ্রিয়তার বিষয়টি মাথায় রাখা উচিত। এই ঘটনা সবার জন্যই একটা শিক্ষা। সে আমাদের জন্যই হোক বা খেলোয়াড়দের জন্য।’


বিজয়বর্গীয় আরও বলেন, ‘খেলোয়াড়দের কোথাও বেরোনোর আগে নিরাপত্তাকর্মী এবং স্থানীয় প্রশাসনকে জানানো উচিত। কারণ, ভারতে ক্রিকেটারদের নিয়ে একটা উন্মাদনা রয়েছে।’ যদিও ঘটনার সমালোচনা করেন তিনি। বিজয়বর্গীয়র কথায় যা অত্যন্ত লজ্জাজনক। অন্যদিকে বিজয়বর্গীয়র মন্তব্যের নিন্দা করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব বলেন, ‘নারী নিরাপত্তার উপর জোর না-দিয়ে কৈলাসজি নির্যাতিতাদেরই দায়ী করছেন। ইন্দোরের ঘটনা প্রমাণ করছে যে, আমরা দেশের অতিথিদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছি।’