শনিবার ভোররাতে ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলার চাণ্ডিল স্টেশনের কাছে ঘটে গেল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় দু’টি মালগাড়ি, যার জেরে প্রায় ২০টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনার পর থেকে চাণ্ডিল-টাটানগর শাখার আপ ও ডাউন লাইনের রেল চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার ভোর আনুমানিক ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। টাটানগর থেকে পুরুলিয়া অভিমুখে রওনা দেওয়া একটি লোহার বোঝাই মালগাড়ি চাণ্ডিল স্টেশন পার হওয়ার পর আচমকাই লাইনচ্যুত হয়ে পড়ে যায় পাশের লাইনে। সেই সময় উল্টো দিক থেকে আসছিল আরেকটি মালগাড়ি। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় ট্রেনটিরও কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার জানান, দুর্ঘটনার জেরে আপ এবং ডাউন, উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলি লাইনের উপর থেকে সরানোর কাজ চলছে দ্রুতগতিতে। এর পাশাপাশি, বহু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে, আবার কিছু ট্রেন সম্পূর্ণভাবে বাতিলও করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে জনপ্রিয় পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস এবং কাটিহার-টাটানগর এক্সপ্রেস।
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছেন রেল আধিকারিকরা।