ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে আফগানিস্তান দূতাবাসে তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির প্রথম সাংবাদিক বৈঠকে মহিলাদের ঢুকতে দেওয়া হয়নি! মুত্তাকির এই সাংবাদিক বৈঠক নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেই প্রসঙ্গ টেনে মোদী সরকারকে তুলোধোনা করলেন জাভেদ আখতার। কেন মোদী সরকার মুত্তাকিকে অভ্যর্থনা জানিয়েছে তা নিয়ে তোপ দেগেছেন বর্ষীয়ান এই গীতিকার।
সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে আমার। বিশ্বের সবচেয়ে খারাপ সংগঠনের প্রতিনিধিকে যে ভাবে অভ্যর্থনা জানানো হল, তা দেখে আমার লজ্জা লাগছে। যারা সন্ত্রাসবাদের বিরোধিতা করে, তারাই এই সংগঠনের প্রতিনিধিকে অভ্যর্থনা জানাল!’
এখানেই নয়, পাশাপাশি উত্তরপ্রদেশের সাহারানপুরেও মুত্তাকিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন জাভেদ আখতার। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘দেওবন্দেরও লজ্জা হওয়া উচিত এমন একজন ইসলামিক হিরোকে অভ্যর্থনা জানানোর জন্য। এমন একজন মানুষ, যিনি মহিলাদের শিক্ষাব্যবস্থা নিষিদ্ধ করেছেন।’ তাঁর পোস্ট পড়ে বোঝা যাচ্ছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে হতাশ জাভেদ। তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমার ভারতীয় ভাইবোনেরা, এ কী হচ্ছে আমাদের সঙ্গে?’