নিজে হেরেছেন। দলেরও ভরাডুবি হয়েছে। জোড়া ঘটনার চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জন সুরাজ পার্টির প্রার্থী চন্দ্রশেখর সিংয়ের। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শুক্রবার বিকেলে মৃত্যু হয় তাঁর। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, তরাই আসনে প্রার্থী চন্দ্রশেখরের ঝুলিতে এসেছে মাত্র ২,২৭১টি ভোট। একই কেন্দ্রে বিজেপির প্রতীকে জয় পেয়েছেন বিশাল প্রশান্ত।
স্থানীয় সূত্রে খবর, কুড়মুড়ি গ্রামের বাসিন্দা, পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্রশেখর এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। প্রশান্ত কিশোরের কাজে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে নামেন। বিধানসভা নির্বাচনের টিকিটও পেয়ে যান। ভোটের প্রচারের সময় সাড়াও ফেলেছিলেন। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেননি। ভোটের ফল স্পষ্ট হওয়ার পর তাঁর মৃত্যুর খবর আসে।
দলীয় সূত্রে খবর, ৩১ অক্টোবর প্রচারের মধ্যেই প্রথম বার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল চন্দ্রশেখরের। তারপর থেকে তিনি পাটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ফল প্রকাশের পরে বিকেল ৪টা নাগাদ দ্বিতীয় বার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।