উপত্যকার কুপওয়ারা ও কিস্তওয়ারে দু’জন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, নিয়ন্ত্রণরেখার কেরন সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করেছিল কয়েকজন জঙ্গি। সেই সময় ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াই বাঁধে। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনা।
কেরন সেক্টর বরাবরই অনুপ্রবেশের ‘হটস্পট’ হিসেবে পরিচিত। সেখানেই সেনা-জঙ্গি এনকাউন্টার। প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, দু’জন জঙ্গি নিহত হয়েছে। যদিও দুর্গম ভূখণ্ড ও চলমান গুলির লড়াইয়ের কারণে এখনও মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার এই ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে ফের প্রমাণিত, সীমান্তে অনুপ্রবেশ ও অভ্যন্তরে সক্রিয় জঙ্গিদের মোকাবিলায় এখনও কাশ্মীরে কোনও খামতি রাখছে না নিরাপত্তা বাহিনী। প্রথমে দু’পক্ষের মধ্যে তীব্র গুলির বিনিময় হয়।
রবিবার দুপুরে কিস্তওয়ার জেলার কেশওয়ান এলাকার ঘন অরণ্যে দুই পক্ষের গুলির লড়াই। হোয়াইট নাইট কর্পস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছিল। দুপুর ১টা নাগাদ জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন সেনারা। ঘটনার পর থেকেই বাড়তি সতর্কতা জারি হয়েছে সেনার পক্ষ থেকে।