মালয়েশিয়ায় মার্কিন বিদেশসচিবের সঙ্গে বৈঠক সারলেন জয়শঙ্কর

মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি নিয়ে তৈরি ‘আসিয়ান’ গোষ্ঠির বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্মেলনের মাঝেই মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনায় বসলেন জয়শঙ্কর। তিনি সমাজমাধ্যমে নিজেই এই কথা জানিয়েছেন।

সোমবার জয়শঙ্কর তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আজ সকালে কুয়ালালামপুরে মার্কো রুবিয়োর সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। পারস্পরিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা হল।‘ রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও এবং সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণনের সঙ্গেও জয়শঙ্করের নানা দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। জানা গিয়েছে এই বাণিজ্যচুক্তি খুব তাড়াতাড়ি চূড়ান্ত হতে পারে। চুক্তির প্রাথমিক পর্যায়ে পাঁচ দফা আলোচনা হয়েছে। এইরকম পরিস্থিতিতে জয়শঙ্করের রুবিয়োর সঙ্গে দেখা করার ব্যাপারটি রাজনৈতিক মহলে খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ‘আসিয়ান’ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় গিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ‘আসিয়ান’ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। তিনি রবিবার ভার্চুয়াল মাধ্যমে নিজের বক্তব্য রাখেন।