নামের আগে ‘মহারাজ’ লেখা চলবে না, জয়পুরের রাজপরিবারকে বার্তা রাজস্থান হাইকোর্টের 

আর ‘মহারাজ’, ‘যুবরাজ’ কিংবা ‘রাজকন্যা’ নয়। নামের আগে রাজকীয় উপাধি ব্যবহার করলে খারিজ করে দেওয়া হবে মামলা, সাফ জানিয়ে দিল রাজস্থান হাইকোর্ট। রাজতন্ত্র বিলুপ্ত, গণতন্ত্র লাগু, এই যুক্তি তুলে রাজস্থানের জয়পুর রাজপরিবারকে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি মহেন্দ্রকুমার গোয়েল।

বিচারপতির পর্যবেক্ষণ, ‘ভারতে রাজতন্ত্র বহু আগেই বিলুপ্ত হয়েছে। এখন দেশে সাধারণতন্ত্র কার্যকর। সেই পরিস্থিতিতে কোনও ব্যক্তির নামের আগে রাজকীয় উপাধি ব্যবহার করার কোনও যুক্তি নেই।’ আদালত আরও জানিয়েছে, আবেদনকারীদের নামের আগে থেকে এই উপাধি না সরালে ২৪ বছরের পুরনো মামলা খারিজ হয়ে যাবে।

হাইকোর্ট জানিয়েছে, ১৩ অক্টোবরের মধ্যে আবেদন সংশোধন করে নামের আগে থেকে ‘মহারাজ’, ‘যুবরাজ’ বা ‘রাজকন্যা’ শব্দ সরাতে হবে। নতুনভাবে পিটিশন দাখিল করতে হবে সংশোধিত নামে, না হলে আদালত মামলাটি নিজে থেকেই খারিজ করে দেবে।


২০০১ সালে জয়পুর রাজপরিবারের প্রয়াত সদস্য জগৎ সিংহ ও পৃথ্বীরাজ সিংহের উত্তরাধিকারীরা একটি মামলা করেন পুরসভা কর সংক্রান্ত বিষয়ে। তাঁরা অভিযোগ করেছিলেন, রাজপরিবারের বাড়ির উপর যে হারে কর ধার্য করা হচ্ছে, তা অবৈধ। সেই মামলার শুনানিতে রাজকীয় উপাধি নিয়ে আপত্তি তোলেন বিচারপতি।

এই প্রথম নয়, ২০২২ সালের জানুয়ারিতেও একই ইস্যুতে আপত্তি তোলে হাইকোর্টের জয়পুর বেঞ্চ। সেই সময় কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে মতামতও চাওয়া হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, রাজতন্ত্রের যুগ শেষ হয়েছে বহু দিন আগেই, এই বাস্তব মেনে চলতে হবে সবাইকে।