বিজেপির কার্জকরী সভাপতি হলেন জেপি নাড্ডা

ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন জগৎপ্রকাশ নাড্ডা। (Photo: IANS)

ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন জগৎপ্রকাশ নাড্ডা। প্রথম মােদি সরকারের আমলে নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। সূত্রের খবর, বিজেপির সংসদীয় পরিষদের বৈঠকে জেপি নাড্ডার নাম প্রস্তাবিত করা হয়েছে। মােদির নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, সুষমা স্বরাজ, রাম লাল সহ দলের প্রথম সারির নেতারা।

অমিত শাহ দ্বিতীয় মােদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর তাঁর জায়গায় কে আসবেন তা নিয়ে জল্পনা চলছিল দলের মধ্যে। আজ দলের সংসদীয় পরিষদ সর্বসম্মতিতে জেপি নাড্ডার হাতে দায়িত্ব তুলে দিল।

বিজেপির কার্যকরী সভাপতি পদে জেপি নাড্ডার নাম। ঘােষিত হওয়ার পর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘বিজেপি প্রধান হিসাবে অমিত শাহ সাফল্যের সঙ্গে ৫ বছর কাজ করেছেন। এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রক সামলাচ্ছেন। শাহ চেয়েছিলেন দলের ভার তাঁর হাত থেকে অন্য কারাের হাতে দেওয়া হােক। বিজেপি সংসদীয় পরিষদ জেপি নাড্ডাকে বিজেপির কার্যকরী সভাপতি হিসাবে বেছে নিল’।