শ্রীহরিকোটা, ২ নভেম্বর — দেশের নৌসেনার যোগাযোগ ক্ষমতা আরও জোরদার করতে আজ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে ভারতের সর্বাধিক ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস০৩। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন, উপগ্রহটি নৌবাহিনীর সমুদ্র টহল, যুদ্ধজাহাজের সঙ্গে যোগাযোগ, উপকূল সুরক্ষা এবং কৌশলগত নজরদারির ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে।
উৎক্ষেপণ কেন্দ্র সূত্রের খবর, উপগ্রহ বহনকারী বাহিকা যান রাত থেকেই চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে নির্দিষ্ট সময়েই আজ আকাশে উঠে যাবে সিএমএস–০৩। এই উপগ্রহে এমন সব উন্নত যোগাযোগ সরঞ্জাম আছে, যা সমুদ্রে থাকা যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, নৌ-বিমান এবং উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে দ্রুত, শক্তিশালী ও গোপন সংকেত আদান–প্রদান নিশ্চিত করবে।
বিজ্ঞানীদের মতে, সিএমএস–০৩ নৌসেনার কৌশলগত পরিকাঠামোয় বড় পরিবর্তন আনবে। শুধু যুদ্ধক্ষেত্র নয়, সমুদ্রপথে উদ্ধারকাজ, জাহাজের বিপদ সংকেত গ্রহণ, জলদস্যু দমন এবং উপকূল–রক্ষায় এই উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
শ্রীহরিকোটায় আজ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। উৎক্ষেপণ কেন্দ্রের চারদিকে সাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজ্ঞানীরা জানান, ‘দেশের সামুদ্রিক নিরাপত্তায় নতুন শক্তি যোগ করবে এই উপগ্রহ। নৌসেনার ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য হয়ে উঠবে।’
ফলে গোটা দেশের নজর এখন শ্রীহরিকোটার দিকে। কার্যত নৌসেনার ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।