আজ আইপ্যাক নিয়ে ইডি সুপ্রিম কোর্টে যে মামলাটি করেছে, তার শুনানি রয়েছে। কলকাতা হাইকোর্ট বুধবার এই মামলার শুনানি হয়। তৃণমূলের করা আইপ্যাকের মামলা আদালত নিষ্পত্তি করে দেয় এবং ইবির করা মামলা আপাতত মুলতুবি রাখে। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইপ্যাক নিয়ে ইডির করা মামলার শুনানি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ। মামলাটি শুনবে শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ।