রাশিয়ায় ভারতীয় ছাত্রের রহস্যমৃত্যু, নদীর ধার থেকে উদ্ধার দেহ

রাজস্থানের বাসিন্দা, এক ডাক্তারি ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আলোয়ারে। ওই ছাত্র ১৯ দিন ধরে নিখোঁজ ছিলেন এবং তারপর হোয়াইট নদীর তীর থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। কোনো দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে নাকি কেউ তাঁকে হত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।জানা গিয়েছে যুবকের নাম অজিত সিং চৌধুরী। তিনি ২০২৩ সালে বাশকির স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে রাশিয়ায় যান।  তিনি গত ১৯ অক্টোবর নিখোঁজ হয়ে যান উফা থেকে।

তাঁর সহপাঠিরা জানিয়েছেন, অজিত সেদিন রাত ১১টা নাগাদ দুধ কিনতে বেরিয়েছিলেন হস্টেল থেকে। তিনি আর হস্টেলে ফেরেননি। আলোয়ারের সরস ডেয়ারির চেয়ারম্যান নিতীন সাঙ্গওয়ান বলেছেন, অজিতের দেহ পাওয়া গিয়েছে হোয়াইট নদীর একটি বাঁধের পাশে। রাশিয়ার ভারতীয় দূতাবাসের তরফ থেকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে গত বৃহস্পতিবার অজিতের পরিবারের সদস্যদের ভারতীয় দূতাবাসের তরফ থেকে মৃত্যুসংবাদ পাঠানো হয়।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং আলোয়ার জানিয়েছেন, ১৯ দিন আগে নদীর ধারে অজিতের মোবাইল ফোন, জুতো, পোশাক ইত্যাদি পাওয়া যায়। তিনি অনুমান করছেন যে, হয়তো অজিতের সঙ্গে খুব ভয়াবহ কোনো ঘটনা ঘটেছে। তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অজিতের পরিবার তাদের সমস্ত সঞ্চয় খরচ করে ছেলেকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন।


নদীর ধার থেকে তাঁর দেহ উদ্ধারের বার্তা পাওয়া তাঁর পরিবারের ক্ষেত্রে কতখানি হৃদয়বিদারক তা অনুমান করতে পারি। তাঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল। আমরা একজন সুস্থ-সবল যুবককে হারালাম।‘ জিতেন্দ্র সিং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে আবেদন করেছেন যাতে অজিতের দেহ ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয় সরকারের তরফ থেকে।

তিনি বলেছেন যে, দুর্ভাগ্যজনকভাবে অজিত কোনো এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। যথেষ্ট গুরুত্ব দিয়ে এই ঘটনাটির তদন্ত করা উচিত। তিনি আবেদন করেন যাতে শোকাহত পরিবারটিকে বিদেশমন্ত্রীর অফিসে অযথা ঘোরাঘুরি না করতে হয়। জয়শংকরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছে অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ফরেন মেডিকেল স্টুডেন্টস উইংও।