হলিউডি ছবির থেকেও কম খরচে চন্দ্রযান-২ তৈরি করে ফেলল ভারতীয় বিজ্ঞানীরা

হলিউডি ছবির থেকেও কম খরচে চন্দ্রযান-২ তৈরি করে ফেলল ভারতীয় বিজ্ঞানীরা

হলিউডে মঙ্গল বা চন্দ্রযান নিয়ে ছবি তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়, তার চেয়েও কম খরচে তৈরি হয়েছে চন্দ্রযান-২। সফল মঙ্গল অভিযানের পরে চন্দ্রযান-২ অভিযানে আরও একবার প্রমাণিত হতে চলেছে এই তত্ত্ব।

চন্দ্রযান-২ অভিযান্এ ইসরোর খরচ হয়েছে মোট ৮০০ কোটি টাকা, যা হলিউডের বিখ্যাত সায়েন্স ফিকশন ছবি ‘ইনাটারস্টেলারে’র মোট বাজেটের চেয়ে অনেক কম। হলিউডি ছবিটির মোট বাজেট ছিল ১ হাজার ৬২ কোটি টাকা।

২০১৩ সালে ইসরোর নেতৃত্বে মঙ্গল অভিযানে ভারতের খরচ হয়েছিল ৪৭০ কোটি টাকা, যা হলিউডের বিখ্যাত সিনেমা ‘গ্রাভিটি’র চেয়ে কম ছিল।


প্রসঙ্গত উল্লেখযোগ্য, ইসরো চন্দ্রায়ণ -২ মিশনে চেষ্টা করবে চাঁদের পৃষ্ঠে অবতরণ। এই অভিযান এপ্রিলের মাঝামাঝি সময়ে হয়ার কথা। পৃথিবীর সাথে চাঁদ সম্পর্কিত আপেক্ষিক অবস্থানের মত বিভিন্ন উপাদান রয়েছে যার ওপর ভিত্তি করেই নির্ধাতির হবে লঞ্চিংয়ের তারিখ।

নাসা এর অ্যাপোলো এবং রাশিয়া এর লুনা মিশন যেখানে চন্দ্রের সমতুল্য অঞ্চলে হয়েছিল, ইসরো দক্ষিণ মেরু কাছাকাছি রোমোভার জমির কাছে অবতরনের পরিকল্পনা করছে।