মোবাইল ফোনে নেটওয়ার্ক না পাওয়ায় ব্যালকনিতে গিয়ে দাঁড়ানো এক ইন্ডিয়ান অয়েল কর্তার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নয়ডায়। শনিবার ঘটনাটি ঘটেছে ১০৪ নম্বর সেক্টরের একটি বহুতলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অজয় গর্গ। তিনি দিল্লিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এগজিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত ছিলেন এবং স্ত্রীকে নিয়ে ওই বহুতলেই থাকতেন।
শনিবার সকাল প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ অজয়ের সঙ্গে তাঁর স্ত্রীর ফোনে কথা হয়। কিছুক্ষণ পর সেই ফোন কেটে যায়। ঠিক তার পরেই আর একটি ফোন আসে। ঘরের ভিতরে থাকাকালীন ফোন ধরলেও নেটওয়ার্কের সমস্যায় ওপার থেকে কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলেন না তিনি। সেই কারণেই মোবাইল হাতে নিয়ে তিনি ব্যালকনিতে যান বলে পুলিশ সূত্রে খবর।
প্রতিবেশীরা জানান, ব্যালকনিতে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বহুতলে হইচই শুরু হয়। তখন জানা যায়, এক ব্যক্তি উপর থেকে নীচে পড়ে গিয়েছেন। প্রথমে বহুতলের নিরাপত্তারক্ষীরা বিষয়টি লক্ষ্য করেন। তাঁরা দ্রুত অজয় গর্গকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, ব্যালকনিতে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় পা পিছলে তিনি নীচে পড়ে যান। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা— দুই দিকই খতিয়ে দেখা হচ্ছে। শেষ যে ফোনটি তিনি পেয়েছিলেন, সেটি কার কাছ থেকে এসেছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।