অসাধারণ দক্ষতা ও সমন্বয় দেখিয়ে আরব সাগরের মাঝসমুদ্র থেকে গুরুতর আহত অবস্থায় এক ইরানি জেলেকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। একটি ইরানি মাছধরা নৌকায় বিস্ফোরণের ফলে ওই জেলের শরীর মারাত্মক দগ্ধ হয়।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৮ অক্টোবর আরব সাগরে থাকা একটি ইরানি নৌকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এর পর চাবাহার মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি)-এর অনুরোধে ভারতীয় উপকূলরক্ষী জাহাজ ‘আইসিজিএস সাচেট’ ঘটনাস্থলে গিয়ে আহত জেলেকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা শুরু করে।
৩০ অক্টোবর ভোরে মুম্বইয়ের ‘শিকরা’ ঘাঁটি থেকে একটি সি কিং হেলিকপ্টার পাঠানো হয় ওই আহত জেলেকে চিকিৎসার জন্য নিয়ে আসার উদ্দেশ্যে। হেলিকপ্টারটি ‘হানসা’, গোয়ায় জ্বালানি ভরার পর ১২০ নটিক্যাল মাইলেরও বেশি পথ উড়ে গিয়ে খারাপ আবহাওয়া ও উত্তাল সাগরের মাঝেও বিশেষ মেডিভ্যাক স্ট্রেচার ব্যবহার করে আহত ব্যক্তিকে উদ্ধার করে।
চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নৌসেনার দলটি সফলভাবে উদ্ধার অভিযান সম্পন্ন করে। গোয়ায় পৌঁছনোর পর আহত জেলেকে তৎক্ষণাৎ নৌবাহিনীর হাসপাতাল আইএনএইচএস ‘জীবন্তী’-তে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য।
নৌসেনা সূত্রে জানানো হয়েছে, এই অভিযান শুধু মানবিক সহায়তার উদাহরণই নয়, বরং এটি প্রমাণ করে যে, ভারতীয় নৌসেনা সীমান্তের বাইরে থেকেও যে কোনও বিপর্যয়ে আঞ্চলিক মানবিক সহায়তায় নির্ভরযোগ্য সহযোগী হিসেবে কাজ করছে।