ইরানে দেশজুড়ে বিক্ষোভ ও অশান্তির আবহে নিরাপদে দেশে ফিরলেন একাধিক ভারতীয় নাগরিক। শনিবার রাতে বাণিজ্যিক বিমানে তাঁরা দিল্লিতে পৌঁছন। বিমানবন্দরে নেমেই অনেকেই জানান, কঠিন পরিস্থিতির মধ্যেও ভারত সরকার ও দূতাবাসের সহযোগিতায় তাঁরা নির্বিঘ্নে দেশে ফিরতে পেরেছেন।
ফেরত আসা ভারতীয় নাগরিকদের একাংশের বক্তব্য, ইরানে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। বিভিন্ন শহরে বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং নিরাপত্তা কড়াকড়ির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। অনেক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবার এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের তরফে নিয়মিত যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ায় তাঁরা কিছুটা নিশ্চিন্ত থাকতে পেরেছিলেন বলে জানান তাঁরা।
একজন ভারতীয় ছাত্র বলেন, ‘ওখানে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল। কখন কোথায় কী হবে, কেউ জানত না। তবুও দূতাবাস সব সময় যোগাযোগ রেখেছে। সরকার আমাদের ফিরে আসার ব্যাপারে অনেক সাহায্য করেছে।’ আরেকজন কর্মরত ভারতীয় জানান, ‘বিমান টিকিট থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র— সব ক্ষেত্রেই সহযোগিতা পাওয়া গিয়েছে। সরকার আমাদের কথা ভেবেছে বলেই আমরা নিরাপদে ফিরতে পেরেছি।’
ইরানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই কেন্দ্র সরকার ইরানে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। পাশাপাশি, যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়। সেই নির্দেশ মেনেই অনেক ভারতীয় দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
দিল্লি বিমানবন্দরে স্বজনদের সঙ্গে দেখা হওয়ার পর অনেকের চোখেমুখে স্বস্তি স্পষ্ট ছিল। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন উদ্বেগের মধ্যে ছিলেন তাঁরা। দেশে ফিরে আসায় এখন স্বাভাবিক ছন্দে ফেরার সুযোগ পেলেন বলে স্বস্তি প্রকাশ করেন প্রত্যাগত ভারতীয়রা।
কেন্দ্রীয় সরকারের দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইরানের পরিস্থিতির উপর সরকার নজর রাখছে। প্রয়োজন হলে আরও ভারতীয় নাগরিককে দেশে ফেরাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।