ভারতের উপকূলরক্ষীবাহিনী এই প্রথমবার হাতে পেল দেশীয় প্রযুক্তিতে তৈরি দূষণ নিয়ন্ত্রক জাহাজ ‘সমুদ্র প্রতাপ’। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সোমবার গোয়ায় এই জাহাজটি উদ্বোধন করেছেন। এই দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজটির নাম।এই জাহাজটির উদ্বোধন অনষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তও। রাজনাথ সিংহ বলেন, ‘জাহাজটিতে থাকা ৬০ শতাংশ যন্ত্রাংশই তৈরি দেশীয় প্রযুক্তিতে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই জাহাজ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের একটি বাস্তব উদাহরণ।‘
‘সমুদ্র প্রতাপ’ কে ব্যবহার করা হবে তল্লাশি এবং দূষণ নিয়ন্ত্রণের কাজে। এই জাহাজ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের জলে মিশে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং তেল শনাক্ত করতে পারবে। এই জাহাজ জলে দূষণের মাত্রা পরিমাপ করে তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। এই জাহাজকে ব্যবহার করা হবে ভারতের জলভাগের বিশেষ অর্থনৈতিক এলাকাগুলিসহ অন্যান্য জায়গাতেও।জানা গিয়েছে এই জাহাজটির দৈর্ঘ্য ১১৪.৫ মিটার এবং প্রস্থ ১৬.৫ মিটার। উপকূলরক্ষীবাহিনীর হাতে থাকা জাহাজগুলির মধ্যে ‘সমুদ্র প্রতাপ’ই সবথেকে বড় জাহাজ।