কুলভূষণ যাদবকে দেওয়া কনস্যুলার অ্যাক্সেস খাতিয়ে দেখবে ভারত

কুলভূষণ যাদবের মুক্তির জন্য প্রার্থনা করছে তাঁর বন্ধুরা। (File Photo: IANS)

পাকিস্তানে বন্দি ভারতীয় প্রাক্তন নৌসেনা কুলভূষণ যাদবকে আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশ মেনে কনস্যুলার অ্যাক্সেস দিতে রাজি হয়েছে সেদেশের সরকার। অর্থাৎ কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে পারবে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের সদস্যরা।

পাকিস্তান সরকারের তরফ থেকে জানান হয়, শুক্রবার কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ভারতীয় কূটনীতিকরা। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, আমরা এই পদক্ষেপটি নিয়ে ভাবব। কূটনৈতিক পদ্ধতিতেই আমরা পাকিস্তানের সঙ্গে আলােচনা চালিয়ে যাব।

আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশে বলা হয়েছিল কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে পাকিস্তানকে। আন্তর্জাতিক আদালতের এই রায় ছিল ভারতের কাছে বড় জয়। সেই সঙ্গে যাদবকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার জন্য পাকিস্তানকে নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত।