রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের সফরে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। দুই দেশের সম্পর্ক আরও শক্ত করার বিষয়ে আলোচনা হয় দু’জনের। প্রশ্ন উঠেছে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা কি ভারত-আমেরিকা সম্পর্কে সমস্যা তৈরি করবে? বিদেশমন্ত্রী এস জয়শংকর স্পষ্ট করে বলেন, ভারতের নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে।
ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে কম দামে তেল কেনায় আমেরিকা বরাবরই আপত্তি জানিয়ে এসেছে। এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন, ফলে দুই দেশের সম্পর্ক বেশ খারাপ হয়েছে। এই আবহে ভারত যদি রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়, তাহলে আমেরিকা ভালোভাবে নেবে না বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা।
যদিও এস জয়শংকর জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনায় কোনও বাধা পড়েনি। দিল্লি নিয়মিতই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। বিদেশমন্ত্রীর ইঙ্গিত, পরিস্থিতি যতই জটিল হোক, খুব শীঘ্রই ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি হতে পারে। তাঁর কথায়, ‘আমেরিকার সঙ্গে সম্পর্কে বাণিজ্যই আসল বিষয়। আমেরিকারও তা-ই ভাবে। দু’দেশেরই যাতে ভালো হয়, সেই চেষ্টা চলছে।’ কিন্তু এ সবের পাশাপাশি ভারত নিজের স্বার্থ বজায় রেখে চলবে বলেও স্পষ্ট করে দিয়েছেন জয়শঙ্কর।