দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। ২৬টি রাফালে এম যুদ্ধবিমান কেনা হবে ফ্রান্সের থেকে। তার জন্য ৬৩ হাজার কোটি টাকার চুক্তি চূড়ান্ত করতে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটি। এই নিয়ে ফ্রান্স সরকারের সঙ্গে ভারত সরকারের চুক্তি হবে।
রাফাল তৈরি করে ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন। ২২টি সিঙ্গল সিট এবং ৪টি ডাবল সিট যুদ্ধবিমান কেনা হবে। পাশাপাশি চুক্তির মধ্যে থাকবে রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা, প্রশিক্ষণ এবং দেশে তৈরি সরঞ্জামের প্যাকেজ। চুক্তিতে নৌবাহিনীর কর্মীদের প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে যে পুরনো মিগ-২৯কে রয়েছে, আগামী দিনে সেগুলির বদলে রাফাল মেরিনগুলি মোতায়েন করা হবে। চুক্তি স্বাক্ষরের প্রায় ৪ বছর পর রাফাল এম জেট সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনী ২০২৯ সালের শেষ নাগাদ প্রথম বিমান হাতে পাবে। ২০৩১ সালের মধ্যে ২৬টি বিমানই চলে আসার কথা।
ফ্রান্সের থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। রাফাল এম এরই নৌ সংস্করণ। এই উন্নত যুদ্ধবিমানগুলি ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস বিক্রান্তের ডেক-এ রাখা হবে। এই বিমান সমুদ্র রক্ষায় কাজ করবে।
রাফাল এম-এ থাকবে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, অ্যারেস্টার হুক এবং শর্ট টেক-অফ বাট অ্যারেস্টেড রিকভারি ক্ষমতা। এই জেটগুলি মেটিওর, এক্সোসেট-এর মতো উন্নত মিসাইল বহন করতে সক্ষম। এতে থাকবে অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে রাডার এবং স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটের মতো অত্যাধুনিক ব্যবস্থা। এটি সর্বোচ্চ ম্যাক ১.৮ গতিতে উড়তে পারে। এর কমব্যাট রেঞ্জ ১,৮৫০ কিলোমিটারেরও বেশি। মাঝ আকাশেও জ্বালানি ভরতে পারে এই বিমান।