ভারত ও বাংলাদেশ বৈঠক

প্রতীকী চিত্র

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে সংঘাতের আবহে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নদিয়া, মালদা, কোচবিহার, সীমান্তে বেড়া দেওয়া নিয়ে রীতিমত সংঘাতে জড়িয়েছে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই পরিস্থিতিতে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জসীমউদ্দিন। দু’জনের মধ্যে মিনিট ৪৫ কথা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকের পর ভারতীয় হাই কমিশনার প্রণয় জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। সীমান্তে অপরাধদমনের ক্ষেত্রে বিএসএফ এবং বিজিবি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে বলেও জানান তিনি।

ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে। কিন্তু মালদা থেকে বালুরঘাট যেখানে যেখানে কাঁটাতারের বেড়া লাগাতে গিয়েছে বিএসএফ, সেখানেই আপত্তি জানিয়েছে বিজিবি। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিজিবি সাফ জানিয়েছে হাসিনার সঙ্গে ভারতের চুক্তি মানতে নারাজ তাঁরা।

বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম জানিয়েছেন, দুই দেশের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে ৩২৭১ কিলোমিটার সীমান্তে ভারতের তরফে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে। ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত যা করেছে, তা একেবারে অনুচিত। হাসিনা সরকার অন্যায় ভাবে ভারতকে ওই সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ জাহাঙ্গিরের। এই পরিস্থিতিতে রবিবার বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা সারলেন ভারতীয় হাই কমিশনার। আগামী মাসে বিএসএফ ও বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত বিবাদ নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।