প্রচারে গুগল এবং ইউটিউবে ১০০ কোটি টাকারও বেশি বিজ্ঞাপন গেরুয়া শিবিরের 

দিল্লি, ২৬ এপ্রিল –  নির্বাচনী প্রচারে অনলাইন মাধ্যমকে সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে বিজেপি। গুগল এবং ইউটিউবে ১০০ কোটি টাকারও বেশি বিজ্ঞাপন দিয়েছে গেরুয়া শিবির।  দেশের মধ্যে প্রথম কোনও রাজনৈতিক দল বিজ্ঞাপন খাতে এত টাকা খরচ করেছে।

২০১৮ সালের ৩১ মে গুগল অ্যাডস ট্রান্সপ্যারেন্সি রিপোর্ট পেশ করা শুরু হয়। সেই তারিখ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সর্বমোট এদেশের রাজনৈতিক দলগুলি গুগল-এ ৩৯০ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে, যার ২৬ শতাংশই গেরুয়া শিবিরের বিজ্ঞাপন। গুগল ও ইউটিউবে বিজেপি একাই ১০১ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে।

গুগলের পরিসংখ্যান অনুযায়ী, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। ছয় বছরে গুগলে অনলাইন বিজ্ঞাপন বাবদ ৪৫ কোটি টাকা খরচ করেছে কংগ্রেস । তিন নম্বরে থাকা ডিএমকে  অনলাইন বিজ্ঞাপন দিয়েছে ৪২ কোটি টাকা। এরপর খরচের নিরিখে একে একে রয়েছে বিআরএস ১২ কোটি টাকা, প্রশান্ত কিশোরের ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি ৬.৪ কোটি, ওয়াইএসআর কংগ্রেস ৬.৪ কোটি। তুলনায় অনেকেটাই পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিগত বছরগুলিতে ৪.৮ কোটি টাকা খরচ করেছে ঘাসফুল শিবির।

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শেষে দেখা যায়, মেটা ও গুগল মিলিয়ে বিজেপি অনলাইনে বিজ্ঞাপন দিয়েছে ১৪.৭ কোটি টাকা। যেখানে কংগ্রেস খরচ করেছে ১২.৩ কোটি টাকা। বিজেপির ৮১ শতাংশ বিজ্ঞাপন যেখানে গুগল-এ স্থান পেয়েছে।কংগ্রেসও বেশিরভাগ ক্ষেত্রে গুগলকেই বেছে নিয়েছে।


এদিকে দ্বিতীয় দফা নির্বাচনের আগে ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময়ে গুগল-এ সবচেয়ে বেশি বিজ্ঞাপন দিয়েছে কংগ্রেস। সাত দিনে ৫.৭ কোটি টাকা কংগ্রেস এবং ৫.৩ কোটি টাকা বিজেপি খরচ করেছে।