দেশের আর্থিক বৃদ্ধির স্বার্থে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমালাে

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Photo: IANS)

দেশের ব্যাঙ্কগুলির বাণিজ্যিক কাজকর্মে গতি আনতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ হ্রাস করেছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের নেতৃত্বাধীন ছয় সদস্যের মানিটারি নীতি নির্ধারণ কমিটির ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত ঘােষণা করেছে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার সংশ্লিষ্ট সুদের হার হ্রাসের কথা ঘােষণা করে জানান, ৩১ মার্চ সমাপ্ত তিন মাসে জিডিপি বা গ্রস ডােমেস্টিক প্রডাক্ট ৫.৮ শতাংশ বৃদ্ধি পাওয়ার পরই রেপাে রেট হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ বাণিজ্যিক ব্যাঙ্কগুলি আরবিআইয়ের কাছ থেকে যে স্বল্পমেয়াদি তহবিল গ্রহণ করে তার সুদের হারকেই বলা হয় রেপাে রেট। এর ফলে চিনের তুলনায় দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত তার তকমা হারাল। কারণ বিগত তিন মাসে আর্থিক উন্নয়নের হার ছিল ৬.৪ শতাংশ।

সুদের হার হ্রাসের ক্ষেত্রে দশটি বিষয় উল্লেখ করা হয়েছে।